উদ্দেশ্য ও লক্ষ্য :— ইন্টারনাল মেডিসিন বিভাগ,বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ও এর অ্যালামনাইদের কল্যাণে নিম্নলিখিত উদ্দেশ্যে ও লক্ষ্যে ‘অ্যাসোসিয়েশন’ পরিচালিত হইবে;
- (ক) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় —এর ভাবমুর্তি সমুন্নত রাখা এবং উন্নত করার অব্যাহত প্রচেষ্ঠা।
- (খ) অ্যালামনাইদের মধ্যে একতা, সৌহাদ্যর্ ও ভ্রাতৃত্ববোধ স্থাপন এবং একে— অন্যকে যথাসম্ভব সাহায্য ও সহযোগিতা করা, জ্ঞানের উৎকর্ষ সাধন করা। উন্নত মনুষ্যত্বের জ্ঞান আহরন করা এবং চিকিৎসা পেশার সর্বোৎকৃষ্ঠ আলোয় অ্যালামনাইদের উন্নত করা।
- (গ) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এর ইন্টারনাল মেডিসিন বিভাগের শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা করা আধুনিক এবং সমৃদ্ধ করা, গবেষনায় সহায়তা করা, বৃত্তি এবং মানবিক প্রয়োজনে সদস্যদের, শিক্ষার্থীদের পাশে থাকা।
- (ঘ) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এর শিক্ষা ও গবেষনার পরিবেশ উন্নয়নে সহযোগিতা করা।
- (ঙ) অ্যালামনাইদের জন্য সমাবেশ, বৈজ্ঞানিক সেমিনার, সিম্পোজিয়াম, কর্ম প্রশিক্ষণ প্রদর্শনী আয়েজন করা এবং সামাজিক, সাংস্কৃতিক ভ্রমন, ক্রীড়া ও অন্যান্য অনুষ্ঠানের ব্যবস্থা করা যা দ্বারা মানবিক প্রশান্তি আনবে।
- (চ) অ্যালামনাই ভবন প্রতিষ্ঠা— সেখানে লাইব্রেরি, মিউজিয়াম, কনফারেন্স সেন্টার, সাংস্কৃতিক কেন্দ্র, গবেষণাগার, ক্রীড়া ও আপ্যায়ন কেন্দ্র, ব্যায়ামাগার, অতিথি কক্ষ, ডাইনিং, প্রার্থনা —ইত্যাদি প্রতিষ্ঠা করা।
- (ছ) নিয়মিত মেডিকেল জার্নাল, ‘বুলেটিন’, সাময়িকী, পুস্তক মুদ্রণ ও বিভিন্ন প্রকাশনা প্রকাশ করা;
- (জ) দেশে ও বিদেশে অ্যালামনাইদের সংগঠন গড়ে তোলা;
- (ঝ) মুলনীতিকে বিকশিক করার সহায়তা স্বরুপ একটি পৃথক তহবিল প্রতিষ্ঠা করা।
- (ঞ) মেডিসিন বিদ্যার যুগোপযোগী জ্ঞান আহরন এবং গবেষণার উন্নয়নের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা।
- (ট) উপরোক্ত লক্ষ্য ও উদ্দেশ্যাবলী অর্জনে তথা অ্যালমনাই এর প্রতি দায় মোচনের ক্ষেত্রে সহায়ক এরূপ অন্য সকল কার্যাবলী সম্পাদন করা।
- (ঠ) বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন কে মুল সংগঠন হিসেবে সহায়তা করা।