Dr. K M Rafiqul Islam Shetu

Dr. Shetu


ডাঃ কে এম রফিকুল ইসলাম সেতু
স্পাইন, ট্রমা ও অর্থোপেডিক সার্জন
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়



ডাঃ সেতু ২০০৩ সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল থেকে MBBS পাশ করেন। ২০০৪ সালে ইন্টার্ন্টশিপ শেষ করে ২০০৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অর্থোপেডিক সার্জারী বিভাগে চাকুরীতে যোগ দেন। ২০১২ সালের জানুয়ারী মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে পঙ্গু হাসপাতাল (NITOR) থেকে এম,এস (মাস্টার্স অফ সার্জারী ইন অর্থোপেডিক্স) ডিগ্রি সম্পন্ন করেন।তিনি বাংলাদেশ কলেজ অফ ফিজিসিয়ান এন্ড সার্জন্স থেকে অর্থোপেডিক সার্জারীতে এফ সি পি এস ডিগ্রি অর্জন করেন ।

দীর্ঘ এক যুগেরও বেশী সময় অর্থোপেডিক্স এর প্রায় সকল শাখায় ই কাজ করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য স্পাইন সার্জারী, অর্থোপ্লাস্টি, হ্যান্ড সার্জারী, অর্থোপেডিক অনকোলজি, জেনারেল অর্থীপেডিক্স ও ট্রমা সার্জারী। ইলিজারভ সার্জারীতেও আছে বিশেষ অভিজ্ঞতা।

বর্তমানে তিনি স্পাইন সার্জারী নিয়েই বেশী কাজ করছেন এবং বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্পাইন সার্জারী বিভাগেই কর্মরত আছেন।

স্পাইন সার্জারীতে আছে দেশ ও বিদেশের প্রশিক্ষণ। তিনি বর্তমানে Asia Pacific Spine Society- র লাইফ মেম্বার, বাংলাদেশ স্পাইন সোসাইটির লাইফ মেম্বার। স্পাইন ও অর্থোপেডিক্স এর উপর তার বেশকিছু বৈজ্ঞানিক পেপারও প্রকাশিত হয়েছে Peer Review Journal-এ।